ভারত-বাংলাদেশ সম্প্রীতির নজির, সীমান্তে কালীপুজোয় সামিল হিন্দু-মুসলিম
ODD বাংলা ডেস্ক: হাতে আর মাত্র কয়েকদিন। দু্র্গাপুজোর পরই শুরু হয়ে গিয়েছে কালীপুজোর প্রস্তুতি। কলকাতা ছাড়াও রাজ্যের জেলাগুলিতেও ধুমধাম করে হয় কালীপুজো। মা কালীর বিভিন্ন রূপ থেকে বিবিধ থিম-কালীপুজোয় সেজে উঠছে মণ্ডপ। আর এরই মাঝে মিলল দুই ধর্মের সম্প্রীতির নজির। ভারত-বাংলাদেশ সীমান্তের হিন্দু-মুসলিমের পুজোয় সামিল হন কর্তব্যরত জওয়ানরাও। দক্ষিণ দিনাজপুর জেলায় ২৫২ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত। কাঁটাতারের এপাড়ে ভারতীয় ভূখন্ডে রয়েছে হাঁড়িপুকুর, তেলিয়াপাড়া, উজাল, গোবিন্দপুরের মতো গ্রাম। যার মধ্যে হিন্দু-মুসলিম দুই ধর্মের মানুষ মিলে হিলি ব্লকের হাঁড়িপুকুর গ্রামের কালীপুজোর আয়োজন করেন। বর্তমানে সেই পুজো ঘিরে ব্যস্ততা তুঙ্গে দুই সম্প্রদায়ের। সীমান্তে কর্তব্যরত জওয়ানরাও সকলের সঙ্গে উৎসবে সামিল হন।
Post a Comment