ভুল চিকিৎসায় পায়ে সেপটিক মমতার! SSKM-এর বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

ODD বাংলা ডেস্ক: ভুল চিকিৎসায় তাঁর পায়ে সেপটিক হয়ে গিয়েছিল। এমনই বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, চিকিৎসকদের পরামর্শেই বাড়ির বাইরে বেরোতে পারেননি তিনি।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার ইনফেকশনটা সেপটিক টাইপের হয়ে গিয়েছিল ভুল ট্রিটমেন্টের ফলে’। মমতা বলেন, ‘‘১০-১২ দিন আমার চিকিৎসা চলেছে। ভুল চিকিৎসার কারণে আমার পায়ের আঘাতে সেপটিক হয়ে গিয়েছিল। ১০-১২ দিন স্যালাইনের মতো আমার হাতে চ্যানেল করা ছিল, ওষুধ চলেছে। সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি। তার মধ্যেও প্রতিদিন আমার অফিস থেকে কাগজ গিয়েছে।’’যদিও, তার পর থেকেই তিনি পুজো উদ্বোধন থেকে শুরু করে প্রশাসনিক কাজকর্ম সবই সামলেছেন বলে জানান৷ বলেন, ‘‘পুজোর চারদিন ভোর ৫টা অবধি জেগে থেকে পাহারা দিয়েছি, যাতে কোনও ঘটনা না ঘটে। আমি অনেকের কাছে খারাপ, তাতে কোনও সমস্যা নেই। তবে যে তথ্য প্রচার করা হয়েছে তা ভুল।’’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.