ভয়াবহ অগ্নিকাণ্ড দাউদাউ করে জ্বলে গেল ৪০টি নৌকা!
ODD বাংলা ডেস্ক: ভয়াবহ আগুন বিশাখাপত্তনমে। পুড়ে ছাই হয়ে গেল কমপক্ষে ৩৫ থেকে ৪০টি মাছ ধরার নৌকা। রবিবার রাতে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে একটি বন্দরে হঠাৎ আগুন লাগে। আগুন লেগে যায় মাছ ধরার নৌকায়। নিমেষেই আগুন ধরে যায় দাঁড়িয়ে থাকা একের পর এক নৌকায়। পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে ৩৫ থেকে ৪০টি নৌকা। আনুমানিক ৩০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে দাবি মৎসজীবীদের।পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ বিশাখাপত্তনম বন্দরে আগুন লাগে। নৌকায় থাকা জ্বালানি ট্যাঙ্ক ও সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়। সেখান থেকে আরও ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। রাতভর আগুন নিয়ন্ত্রণের কাজ চালায় বিশাল দমকল বাহিনী। সতর্কতাবশে বন্দরের আশপাশ ফাঁকা করে দেওয়া হয়েছে।
Post a Comment