ফের মেট্রোয় আত্মহত্যা! রবীন্দ্র সরোবর স্টেশনের কাছে মিলল দেহ, প্রায় ৪৫ মিনিট পরিষেবা বন্ধ
ODD বাংলা ডেস্ক: অফিসে যাওয়ার ব্যস্ত সময়ে আচমকাই থমকে গেল মেট্রো পরিষেবা। বুধবার সকালে কলকাতা মেট্রোর রবীন্দ্র সরোবর স্টেশনের কাছে লাইনে ঝাঁপ দেন এক যাত্রী। তাঁর দেহ পাওয়া যায় রবীন্দ্র সরোবর এবং মহানায়ক উত্তমকুমার স্টেশনের মাঝামাঝি। এর পরেই সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ পাওয়ার ব্লক করে আংশিক ভাবে বন্ধ করে দেওয়া হয় মেট্রো রেল পরিষেবা। ঠিক ৪৫ মিনিট পর আবার তা চালু করা হয়। তবে নিত্যযাত্রীরা জানিয়েছেন, পরিষেবা চালু হলেও সকাল সওয়া ১১টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। প্রায় প্রতিটি স্টেশনেই ২ মিনিটের বদলে অন্তত ৫-৭ মিনিট দাঁড়িয়েছে এক একটি ট্রেন। ময়দানের পর থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধই ছিল ৪৫ মিনিট। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিলেন, দক্ষিণেশ্বর ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো রেল স্বাভাবিক ভাবেই চলছে। যদিও যাত্রীদের দাবি, ট্রেন চলচলেও পরিষেবা ছিল অত্যন্ত ধীরগতি। তিন-চারটি স্টেশন পেরোতে ২০ মিনিট লেগে গিয়েছে।
Post a Comment