৫ বছর বিনামূল্যে রেশন পাবেন ৮০ কোটি মানুষ! বড় সিদ্ধান্ত মোদী সরকারের
ODD বাংলা ডেস্ক: পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রায় ৮০কোটি সাধারণ মানুষকে সুখবর শুনিয়ে এই যোজনার মেয়াদ ১ জানুয়ারি, ২০২৪ থেকে আরও ৫ বছর বৃদ্ধি করল সরকার। ফলে PMGKAY এর আওতায় সাধারণ মানুষ ২০২৮ সাল পর্যন্ত বিনামূল্যে রেশন নিতে পারবেন। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই যোজনার আওতায় প্রতি মাসে 5 কেজি চাল বা গম রেশনকার্ডধারীদের দেওয়া হয়। মূলতঃ কোভিড মহামারী শুরুর সময় থেকে এই সাধারণ মানুষের সুবিধার্থে এই যোজনা চালু করেছিল মোদী সরকার। এর আওতায় সুবিধাভোগীদের হাতে চানাও তুলে দেওয়া হত। সরকার যে পিএম গরিব কল্যাণ যোজনার মেয়াদ বৃদ্ধি করতে চলেছে, তার ইঙ্গিত দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি মাসের শুরুতে নির্বাচনী প্রচার চলাকালীন এই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। এরপর বুধবার সেই সিদ্ধান্তকেই সিলমোহর দেওয়া হল।
Post a Comment