লক্ষ্মীবারে শুরু পুরীর মন্দিরের সংস্কার, জগন্নাথধামে দর্শনের সময় পরিবর্তন?
ODD বাংলা ডেস্ক: উৎসবের মরশুম কাটতেই এবার জগন্নাথ মন্দিরে সংস্কারের কাজ শুরু। বৃহস্পতিবার শুরু হচ্ছে পুরীর জগন্নাথধামের সংস্কারের কাজ। পুনর্নির্মাণ শুরু হবে জগমোহন এবং নট মণ্ডপের। কতদিন চলবে এই সংস্কারের কাজ? তবে কি বন্ধ থাকবে জগন্নাথ দর্শন? ওডিশা হাইকোর্টের তরফে পাওয়া নির্দেশ মোতাবেক, জগমোহন এবং নট মণ্ডপের সংস্কারের কাজ নিয়ে জগন্নাথধাম কর্তৃপক্ষকে একটি রিপোর্ট পাঠাতে হবে। প্রতি ১৫ দিন অন্তর সংস্কারের কাজের বিস্তারিত রিপোর্ট জমা করতে হবে শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষকে।সূত্রের খবর, নভেম্বরের ২৭ তারিখ থেকে জগন্নাথ মন্দিরের সংস্কারের কাজ শুরু করতে চেয়েছিল ASI। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেয় ওডিশা হাইকোর্ট। অবিলম্বে সংস্কার শুরু করার নির্দেশি দিয়ে বৃহস্পতিবার, ১৬ নভেম্বর দিনক্ষণ চূড়ান্ত করা হয়। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৪ ডিসেম্বর।
Post a Comment