ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গের ছয় জেলায় ধেয়ে আসছে দুর্যোগ
ODD বাংলা ডেস্ক: দুর্যোগের আশঙ্কায় ফের চিন্তার ভাঁজ সাধারণ মানুষের৷ কারণ এখনও শেষ হয়নি উৎসবের মরশুম৷ সামনেই দীপাবলি, আর তার আগেই রাজ্যে একাধিক স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ তাই এখনই রাজ্যে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই, একথা বলাই চলে৷ আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন উত্তরপূর্ব ও পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। জলীয় বাষ্প বৃদ্ধি পাবে। আংশিক মেঘলা আকাশ; কোথাও কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা।দক্ষিণবঙ্গের ছয় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনাতে কিছু এলাকায় অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার এই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং-এর কিছু কিছু এলাকায়।
Post a Comment