আজ থেকেই আবহাওয়ায় বড় বদল! ভাসবে দক্ষিণবঙ্গের ৫ জেলা

ODD বাংলা ডেস্ক: দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকূটি। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দুদিন দক্ষিণবঙ্গে প্রধানত আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ৩ নভেম্বর থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতেও হানা দিতে পারে বৃষ্টি।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। আগামী ৪ তারিখ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস, ২ ও ৩ নভেম্বর, বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে।তবে উত্তরবঙ্গের বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, আজ ও আগামীকাল বৃষ্টি না হলেও শুক্রবার দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.