মাত্রাতিরিক্ত গরমে বিশ্বজুড়ে ৫ গুণ বাড়বে মৃত্যু, আশঙ্কা গবেষকদের
ODD বাংলা ডেস্ক: চলতি শতকে বিশ্বজুড়ে বাড়বে মৃত্যুর পরিসংখ্যান। ৪.৭ গুণ বৃদ্ধি পাবে মৃত্যু। আর এর নেপথ্যে রয়েছে মাত্রাতিরিক্ত গরমে। ভয়াবহ তাপমাত্রার জেরেই মৃত্যুর হার মারাত্মকভাবে বাড়তে শুরু করবে। আশঙ্কাবাণী শোনাল ল্যানসেট গ্লোবাল প্রজেকশন।ল্যানসেটের রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে এক একজন ব্যক্তি ৮৬ দিন পর্যন্ত ভয়ংকর তাপমাত্রার সংস্পর্শে এসেছিলেন। গবেষকদের মধ্যে এই তাপমাত্রার বৃদ্ধির জন্য দায়ী সরকার, বিভিন্ন সংস্থা, ব্যাঙ্কগুলি। জ্বালানিতে ব্যয় করার জেরেই এই সংকট তৈরি হচ্ছে বিশ্বজুড়ে।ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ল্যানসেট কাউন্টডাউনের এক্সিকিউটিভ ডিরেক্টর মারিনা রোমানেল্লো বলেন, 'জলবায়ু পরিবর্তন নিয়ে এখনই সচেতন না হলে এবং পদক্ষেপ গ্রহণ না করলে মানুষের স্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি হতে পারে। কারণ বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার মারাত্মক হারে বেড়ে গিয়েছে। ২ ডিগ্রি বেড়ে গিয়েছে গোটা বিশ্বের তাপমাত্রা। এটি ভবিষ্যতের জন্য ভয়ংকর সময় ডেকে আনছে। যে হারে তাপমাত্রা বাড়ছে তাতে মানুষের স্বাস্থ্যে অবনতি অবধারিত।'
Post a Comment