ফের চলন্ত ট্রেনে ধোঁয়া, ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন আতঙ্ক
ODD বাংলা ডেস্ক: ফের চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক। এবার ঘটনাস্থল বীরভূমের আহমদপুর স্টেশন চত্বর। বীরভূমের আহমদপুর স্টেশনে ঢোকার মুখে হাওড়াগামী মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের একটি কামরায় ধোঁয়া দেখা যায়। আর তা দেখেই আতঙ্কিত হয়ে পড়েন কামরায় থাকা যাত্রীরা। যান্ত্রিক ত্রুটি সারানোর পরে ট্রেনটি ফের হাওড়ার উদ্দেশে রওনা দেয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বীরভূমের আহমদপুর স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসের চাকা থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখা দেয়। মালদা থেকে হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেসে ঘটে এই বিপত্তি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের একটি ব্রেক শ্যু জ্যাম হয়ে যাওয়ায় চাকার সঙ্গে ঘর্ষণ শুরু হয়। তার জেরেই বের হতে থাকে ধোঁয়া। ফলত আমোদপুর স্টেশনে মিনিট দশেক দাঁড়িয়ে যায় ট্রেনটি। সেই ত্রুটি মেরামতের পর ফের হাওড়ার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।
Post a Comment