শাহরুখকে বড় ধাক্কা, বাংলার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ, মমতার ঘোষণায় নিয়ে জল্পনা
ODD বাংলা ডেস্ক: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করলেন মুখ্যমন্ত্রী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিদের সামনে সৌরভকে এই সংক্রান্ত কাগজ ধরিয়ে দেন মমতা। সৌরভকে মঞ্চে ডেকে নিয়ে বললেন, “না বললে চলবে না।” সৌরভও হাসিমুখে এগিয়ে গিয়ে মমতার হাত থেকে সেই প্রস্তাবপত্র গ্রহণ করেন। সৌরভকে পাশে নিয়ে মমতা বললেন, “আমাদের সবসময় পজিটিভ থাকতে হবে। আমাদের শক্তিশালী থাকতে হবে। আমাদের ভাগ্যের উপর নির্ভর করে থাকলে হবে না, নিজেদের ইচ্ছাশক্তি, পজিটিভিটির উপর নির্ভর করতে হবে।” এতদিন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন বলিউড তারকা শাহরুখ খান। এদিন সৌরভের নাম ঘোষণার পর জল্পনা ছড়াল শাহরুখকে নিয়ে। শাহরুখের জায়গায় কি সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল? নাকি শাহরুখকে রেখেই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল সৌরভকে? মমতা এদিন সৌরভের নাম ঘোষণার সময় শাহরুখের নাম নিয়ে কোনও কথা বলেননি। ফলে জল্পনা জিইয়ে রইল।
Post a Comment