রাম মন্দিরের পুজোয় ৯ বছরের সংরক্ষিত ৬০০ কেজির বিশেষ ঘি, অযোধ্যার পথে ১১ গোরুর গাড়ির রথ


ODD বাংলা ডেস্ক: আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে রাম মন্দিরের। অস্থায়ী মন্দিরে থাকা রামলালার মূর্তি নতুন মন্দিরের গর্ভগৃহে তিনিই প্রতিষ্ঠা করবেন। অযোধ্য়ায় রাম মন্দির নির্মাণে এখন কর্মযজ্ঞ চলছে। রাম মন্দিরের উদ্বোধনের আগে ও পরে কয়েক সপ্তাহ ধরে চলবে কর্মযজ্ঞ। ধূমধাম করে নানা আচার-অনুষ্ঠান পালন করা হবে। সাতদিন ধেরে চলবে বিশেষ পূজা ও আরতি। তিনদিন ধরে কয়েক হাজার প্রদীপ জ্বলবে। এজন্য় রাজস্থানের যোধপুর থেকে অযোধ্যায় আনা হচ্ছে বিশেষভাবে তৈরি ৬০০ কেজি ঘি। কয়েক মাস ধরে লম্বা প্রক্রিয়ায় এই বিশেষ ঘি প্রস্তুত হয়েছে যোধপুরের রাম ধর্ম গোশালা। ইতিমধ্যেই ১১টি রামরথে ১০৮টি ধাতব কলসিতে পাঠানো হচ্ছে এই বিশেষ ঘি। সোমবার দেব দীপাবলির দিন এই ঘি রওনা দিয়েছে অযোধ্যার পথে। দীর্ঘ নয় বছর ধরে বিশেষ উপায়ে সংরক্ষণ করা হয়েছে এই ঘি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.