এক চুটকিতে কালো পাঁঠা রং গেল বদলে! কালীপুজোর আগে তারাপীঠে এ কী কাণ্ড?

ODD বাংলা ডেস্ক: রাজ্যের শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম বীরভূমের তারাপীঠ। প্রায় সারা বছরই অসংখ্য ভক্ত মায়ের দর্শন পাওয়ার জন্য ভিড় করেন তারাপীঠের মন্দিরে। সম্প্রতি কৌশিকী অমাবস্যার দিনও তারপীঠে উপচে পড়েছিল ভক্তদের ভিড়। এহেন জাগ্রত ধর্মস্থানে অসাধু ব্যবসায়ীদের রমরমা। তারাপীঠ মন্দিরে এখনও চালু রয়েছে পশুবলি প্রথা। মনস্কামনা পূরণের জন্য অনেকেই তারা মায়ের কাছে মানত করেন। বলির পাঁঠা নিয়ে যত কাণ্ড। বলির জন্য পাঁঠার গায়ে করা হচ্ছে রং। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তারাপীঠে। তারা মায়ের কাছে করা মনস্কামনা পূরণ হলে অনেকেই মানত রাখতে তারপীঠের মন্দিরে পাঁঠা বলি দেন। বলির দেওয়ার জন্য কালো পাঁঠার চাহিদা থাকে প্রচুর। সেখানেই ফাঁদ পেতেছে অসাধু ব্যবসায়ীরা। সাদা পাঁঠার গায়ে কালো রং করে চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। একাধিক এমন অভিযোগ সামনে এসেছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে তারাপীঠে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.