আংশিক বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, ৮ মাস ধরে চলবে সংস্কার
ODD বাংলা ডেস্ক: দীর্ঘদিন ধরেই দ্বিতীয় হুগলী সেতু স্বাস্থ্য পরীক্ষা হয়নি। এই আবহে বুধবার থেকে বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে ভারী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হল। মূলত সেতু মেরামতির কাজ শুরু হয়েছে পুজোর পর থেকে। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করাটাও জরুরী। সেকারণে প্রায় আট মাস ধরে সেতুটি আংশিকভাবে বন্ধ থাকবে। সেই সময় বিদ্যাসাগর সেতুর প্রয়োজনীয় মেরামতির কাজ করা হবে। কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু হল দ্বিতীয় হুগলি সেতু। নবান্নগামী গাড়িও এই সেতু দিয়েই চলাচল করে। আপাতত সেই সেতু আংশিক বন্ধ রাখা হচ্ছে। বিকল্প রাস্তা হিসাবে কেপি ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি স্ট্যাচু, গভর্নমেন্ট প্লেস ইস্ট, ধর্মতলা, সি আর অ্যাভিনিউ, ভূপেন বোস অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, টালা ব্রিজ, বিটি রোড, ডানলপ ও নিবেদিতা সেতু ব্যবহার করতে পারেন।
Post a Comment