বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত! তোলপাড় হবে দক্ষিণবঙ্গ, হাইঅ্যালার্ট IMD-র

ODD বাংলা ডেস্ক: কয়েকদিন আগে অবধি সাইক্লোন ‘মিধিলি’র ভয়ে কাঁটা হয়ে ছিল একের পর এক রাজ্য ।ভয়ে কাঁটা হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গও। যদিও দুর্যোগের কালো মেঘ সরে যায় বাংলার আকাশ থেকে। এই সাইক্লোন মিধিলি আছড়ে পড়ে বাংলাদেশ উপকূলে। এদিকে ধীরে ধীরে ফের একবার শীতল হতে শুরু করে রাজ্যের আবহাওয়া। সকলেই মনে করতে শুরু করেছিলেন এবার হয়তো জাঁকিয়ে শীতটা অবশেষে বাংলায় পড়তে চলেছে।তবে এখনই কোনরকম উপসংহারে পৌঁছাবেন না। কারণ চরম দুঃসংবাদ শোনালো আবহাওয়া দফতর। কারণ এবার নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর।দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। নতুন সপ্তাহের মঙ্গলবার বাংলার বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। যদিও বৃষ্টি হবে না উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। হলেও কয়েকটা জেলায় ছিটেফোঁটা হতে পারে।  সেইসঙ্গে আগামী দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২, ৩ ডিগ্রি নামবে বলে খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.