রবিবার থেকেই বড় বদল আবহাওয়ায়, ঠান্ডা পড়বে থেকে,জানাল হাওয়া অফিস

ODD বাংলা ডেস্ক: নভেম্বর পড়ে গিয়েছে। তবুও শীতের দেখা এখনও পায়নি বাঙালি। উল্টে দিনের বেলা ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। কবে পড়বে শীত? এই প্রশ্নই এখনব ঘুরপাক খাচ্ছে সকলের মধ্যে। তবে আশার আলো দেখিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস।হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে ছত্তিশগঢ়ের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস জারি ছিল। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে রবিবার থেকে আকাশ পরিষ্কার হতেই ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ।আজ তাপমাত্রা ৩২ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রির আশপাশে রয়েছে। আগামিকাল তা অনেকটাই কমে যাবে। সোমবার ২১ থেকে ২২ ডিগ্রি নামবে তাপমাত্রার পারদ। অপরদিকে, পশ্চিমের জেলাগুলি কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে তাপমাত্রা। রবিবারের পর থেকে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করবে। এর জেরে তাপমাত্রা অনেকটা কমবে। আগামিকাল থেকে তিন থেকে চার দিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.