শক্তি বাড়িয়ে সময়ের আগেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, যার ফলে কমবে শীত


ODD বাংলা ডেস্ক: মিধিলির রেশ কাটতে না কাটতেই ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। ভারত, বাংলাদেশ এবং মায়ানমারের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর এটির ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলে এটির নাম হবে মিগজাউম। নামটি দেওয়া মায়ানমারের। তবে ঘূর্ণাবর্তের গতি প্রকৃতি এখনও জানা যায়নি। কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে এটির অবস্থান। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে ২ ডিসেম্বর নাগাদ ঝড়ের রূপ নিতে পারে ঘূর্ণাবর্ত। বাংলাদেশ, ভারত কিংবা ভারতের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, বাড়বে রাতের তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় তাপমাত্রা কুড়ি ডিগ্রির উপরে। পশ্চিমের জেলাতেও তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে। শীতের পথে বাধা ঘূর্ণিঝড়।আগামী পাঁচ-সাত দিনে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা নেই। দক্ষিণ আন্দামান সাগর ও মালাক্কা স্ট্রেট এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। ২৯ নভেম্বর বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে অতি-গভীর নিম্নচাপ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.