বড় পদক্ষেপ! মাধ্যমিকের প্রশ্নপত্রে থাকবে 'বার কোড'! ছবি তুললেই খবর পাবে পর্ষদ

ODD বাংলা ডেস্ক: পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বাইরে বেরিয়ে যাওয়া ধরতে এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। একের পর এক বিষয়ে প্রশ্নপত্র ফাঁস গত কয়েক বছর ধরে কার্যত ট্রেন্ড হয়ে গিয়েছে। ইন্টারনেট বন্ধ রেখেও তা রোখা সম্ভব হচ্ছে না। এবার তাই অতীত থেকে শিক্ষা নিয়েই বড় পদক্ষেপ পর্ষদের।এবার মাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রে বিশেষ কোড থাকবে। প্রথম পাতার পাশাপাশি অন্যান্য পাতাতেও তা থাকবে। এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।সাংবাদিকদের রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, 'পরীক্ষার প্রশ্ন কখনও ফাঁস হয় না, কিছু 'দুষ্টু বাচ্ছা' প্রশ্ন পত্রের ছবি তুলে বাইরে পাঠিয়ে দেয়। এবার কে বা কারা প্রশ্নপত্র বাইরে পাঠালো তা চিহ্নিত করতেই এই কোড ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে যার কাছ থেকে প্রশ্নপত্র বাইরে যাবে চলতি বছরে তার পরীক্ষা 'বাতিল' হবে বলেও তিনি জানান। এটি অন্যতম একটি আধুনিক ব্যবস্থা বলেও পর্ষদের তরফে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.