প্রয়াত এমি পুরস্কার প্রাপ্ত অভিনেতা

ODD বাংলা ডেস্ক: প্রয়াত এমি পুরস্কারজয়ী অভিনেতা আন্দ্রে ব্রাওর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। অভিনেতার ম্যানেজার জেনিফার অ্যালেন জানিয়েছেন, কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। সোমবার তিনি মারা যান। ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’. ব্রুকলিন ৯৯ সিরিজের জন্য সবথেকে বেশি পরিচিতি পেয়েছিলেন আন্দ্রে ব্রাওর। ১৯৯৮ সালে ‘হোমিসাইড: লাইফ অন স্ট্রিট’-এ গোয়েন্দা ফ্র্যাঙ্ক পেম্বলটনের ভূমিকার জন্য এমি জিতে নেন তিনি। ২০০৬ সালে এফএক্স মিনি-সিরিজ ‘থিফ’-এ হেস্ট ক্রু লিডার নিক অ্যাটওয়াটারের চরিত্রে অভিনয় করে দ্বিতীয়বার এমি জিতেছিলেন। ‘সিটি অফ এঞ্জেলস’, ‘ফ্রিকোয়েন্সি‘, ‘পোসেইডন’, ‘প্রাইমাল ফিয়ার’, ‘ডুয়েটস’, ‘দ্য মিস্ট’, ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অফ দ্য সিলভার সার্ফার’, ‘সল্ট’ এবং ‘সল্ট’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.