৩০ টাকার বিরিয়ানিতে কুকুরের মাংস! শহরে গ্রেফতার ৫

ODD বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের ভাগাড়কাণ্ডের স্মৃতি ফিরল বাংলাদেশের খুলনায়। সেখানে কম দামে কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রি করতে গিয়ে ধরা পড়ল ৫ জন। বুধবার এই ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। খুলনা শহরে এক ব্যক্তি টোটোয় করে সস্তায় বিরিয়ানি বিক্রি করতেন। মাত্র ৩০ বাংলাদেশি টাকায় পাওয়া যেত মাংসসহ বিরিয়ানি। সস্তার সেই বিরিয়ানি কিনে খেতেনও অনেকে। কিন্তু সম্প্রতি মাংসের মান নিয়ে সন্দেহ জাগে অনেকের মনে। বুধবার বিকেলে খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের একটি পরিত্যক্ত ভবনে কয়েকজন যুবককে একটি কুকুর নিয়ে ঢুকতে দেখা যায়। এতে সন্দেহ আরও জোরদার হয়।এর পর ওই ভবনে তল্লাশি চালিয়ে স্থানীয়রা দেখতে পান সেখানে পড়ে রয়েছে কুকুরের মুন্ডু ও অন্যান্য দেহাংশ। পাশে ওই যুবক কুকুরটিকে জবাই করে মাংস কাটছেন। ফাঁসিতে ঝোলানো আরও কয়েকটা কুকুর। সঙ্গে সঙ্গে ওই যুবককে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। স্থানীয় খালিশপুর থানার পুলিশকর্মীরা এসে ওই যুবকদের আটক করেন। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই কাজ চলছে ওই পরিত্যক্ত বাড়িতে। মাঝেমাঝেই বাড়িটি থেকে পঁচা গন্ধ আসে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.