৫৭ বছর বয়সেই প্রয়াত সিআইডির ফ্রেডরিকস
ODD বাংলা ডেস্ক: ৮০-৯০ দশকের ছেলেমেয়েদের কাছে সিআইডি আজও একটা নস্টালজিয়া। নানা ধরনের কেস, সেগুলো সলভ করা, রোমহর্ষক নানা ঘটনায় সাজানো এই ধারাবাহিকটি অনেকেরই বেশ পছন্দের ছিল। ধারাবাহিক জনপ্রিয় হতেই, জনপ্রিয় হয় এই চরিত্রগুলোও। আর তাঁদেরই অন্যতম ছিলেন দীনেশ ফডনিশ। অর্থাৎ যাঁকে সবাই ফ্রেডরিকস বলেই চিনত। সেই জনপ্রিয় অভিনেতাই এদিন মাল্টিপল অর্গ্যান ফেলিওরের কারণে চলে গেলেন। মাত্র ৫৭ বছর বয়সে মৃত্যু হল তাঁর। মঙ্গলবার দীনেশ শেষ নিশ্বাস ত্যাগ করেন। সিআইডি ধারাবাহিকের দয়া অর্থাৎ দয়ানন্দ শেট্টি নিজে দীনেশ ফডনিশের মৃত্যুর খবর জানিয়েছেন। কয়েকদিন আগেই খবর আসে যে হৃদরোগে আক্রান্ত হয়েছেন দীনেশ ফডনিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল রবিবার হার্ট অ্যাটাক হওয়ার পর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরে দয়ানন্দ জানান যে খবর রটেছে সেটা ভুল। আসলে দীনেশ দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন। তাঁর লিভার খারাপ হয়ে গিয়েছিল।
Post a Comment