১৯ ভারতীয়র শরীরে করোনার নয়া স্ট্রেন, আবার কোভিড হটস্পট বিমানবন্দর?


ODD বাংলা ডেস্ক: ভারতে দ্রুতহারে ছড়িয়ে পড়তে পারে করোনার নয়া ভ্যারিয়ান্ট JN1। সিঙ্গাপুর বিমানবন্দরে এই মুহূর্তে চলছে সমস্ত বিদেশি যাত্রীদের স্ক্রিনিং। আর সেখানেই ধরা পড়েছে যে সকল ভারতীয়রা এই মুহূর্তে সিঙ্গাপুরে বেড়াতে কিংবা কর্মসূত্রে গিয়েছে পৌঁছেছেন, তাঁদের মধ্যে ১৯ জনের শরীরে মিলেছে JN1 প্রজাতির করোনা ভাইরাস। চাঞ্চল্যকর তথ্য মিলেছে কেরালার স্বাস্থ্য দফতরের তরফে। খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন, 'সিঙ্গাপুর প্রশাসনের তরফে আমাদের কাছে খবর এসেছে। সিঙ্গাপুর বিমানবন্দরে ১৯ জন ভারতীয়ের করোনার নমুনা পরীক্ষায় নয়া ভ্যারিয়ান্টের অস্তিত্ব পাওয়া গিয়েছে। তাঁরা কেবলমাত্র কেরালার বাসিন্দা নয়। দেশের নানা প্রান্ত থেকে এই ১৯ জন সিঙ্গাপুরে গিয়ে পৌঁছেছেন। আপাতত তাঁদের সকলকেই আইসোলেটেড রাখা হয়েছে। ফলে অনুমান করা যাচ্ছে খুব দ্রুত ভারতে JN1 সংক্রমিতের সংখ্যা আরও বাড়তে চলেছে।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.