আগামী বিয়ের মরশুমের আগেই সুখবর, এক ধাক্কায় কমল সোনার দাম
ODD বাংলা ডেস্ক: দেশজুড়ে চলছে বিয়ের মরশুম। এর মধ্যেই সোনার দামে কিছুটা হলেও সুখবর পাওয়া গেল। শেষ সাত দিনে প্রায় ২০০০ টাকা কমে গেল সোনার দাম। কলকাতায় দামের এই পতন লক্ষ্য করা গিয়েছে। সোমবার সোনার দামের দিকে তাকালে দেখা যাচ্ছে, এদিনও প্রতি 10 গ্রাম সোনার দাম 220 টাকা করে কমেছে।সোমবার কলকাতায় 22 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামে দাম রয়েছে 56950 টাকা। যা কিনা আগের দিন ছিল 57150 টাকা। অর্থাৎ প্রতি 10 গ্রামে 22 ক্যারেট সোনার দাম আগের দিনের তুলনায় 200 টাকা কমেছে। তবে মনে রাখতে হবে, উপরে উল্লিখিত সোনার দাম GST ছাড়া। সোনার দামের সঙ্গে 3 শতাংশ GST আরোপ করা হয়। এছাড়াও, সোনার গয়না বানাতে দিতে হয় মজুরিও। ফলে বর্তমানে 22 ক্যারেট সোনার দাম 57150 টাকা হলেও, 10 গ্রামের সোনা বানাতে প্রায় 60,000 টাকাই খরচ হবে আমজনতার।
Post a Comment