ফারাক্কায় রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গগামী ট্রেন ও ট্রাকের সংঘর্ষ, অগ্নিদগ্ধ ইঞ্জিন

ODD বাংলা ডেস্ক: মুর্শিদাবাদের ফারাক্কায় রেল দুর্ঘটনা। রবিবার রাত দেড়টা নাগাদ ফারাক্কায় একটি দূরপাল্লার ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে একটি বালি বোঝাই ট্রাকের। এর জেরে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ট্রেনটি রাধিকাপুর এক্সপ্রেস। ট্রেনটি উত্তর দিনাজপুরের রাধিকাপুর যাচ্ছিল। রিপোর্ট অনুযায়ী, এই দুর্ঘটনার জেরে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে কারও আঘাতই গুরুতর নয়। সূত্রের খবর,ফরাক্কার বল্লালপুরে আচমকা রেললাইনের উপর চলে এসেছিল একটি পণ্যবাহী ট্রাক। এই ঘটনা দেখে ট্রেন চালক তড়িঘড়ি ইমারজেন্সি ব্রেক কষেন। সেই সময় ইঞ্জিনে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে শুরু করে রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিন। গভীর রাতে ঘুমন্ত যাত্রীরা আচমকাই তীব্র ঝাঁকুনিতে জেগে ওঠেন। অনেকেই ট্রেন থেকে মাথা বের করে দেখেন এই কাণ্ড। এদিকে মনে করা হচ্ছে, ট্রাকের চালক ঘুমিয়ে যাওয়ায় বা গাড়ির ব্রেক ফেল হওয়ায় গাড়িটি জাতীয় সড়ক থেকে গড়িয়ে রেল ট্র্যাকে চলে আসে। এদিকে ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। যদিও এই ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.