ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের জেলায় জেলায়, মিগজাউমের প্রভাবে কোথায় কত বৃষ্টি হবে?
ODD বাংলা ডেস্ক: দু-দিন ব্যাপী মালদহে বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাব পড়েছে বাংলায়। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।শুধুমাত্র মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধ ও বৃহস্পতিবার। মেঘলা আকাশ থাকবে দিনভর। ডিসেম্বরের প্রায় এক সপ্তাহ শেষ হতে চললেও এখনও মালদহ জেলায় তেমনভাবে শীতের দাপট নেই। তাপমাত্রার পারদ এখনও কমেনি। মালদহ জেলায় এখনও তেমনভাবে শীত উপভোগ হচ্ছে না। তারই মাঝে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে দু-দিন ধরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই বৃষ্টি হলে মালদহে শীতের দাপট বাড়তে পারে। কমবে তাপমাত্রার পারদ। উত্তরে হাওয়া দাপট বাড়তে পারে বৃষ্টির পর। গত দু-দিন ধরেই মালদহ জেলার আবহাওয়া পরিবর্তন হয়েছে।
Post a Comment