ঠান্ডায় কাঁপছে দার্জিলিং, শিলাবৃষ্টির জেরে ঠান্ডার সতর্কতা উত্তরবঙ্গে?
ODD বাংলা ডেস্ক: কলকাতার পারদ নেমে এল ১৪ এর ঘরে। অবাধ উত্তুরে হাওয়ার পারদ নামল। আজ এই মরসুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। কলকাতার আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।উত্তরবঙ্গে শীতের কামড় বরাবরই দক্ষিণের থেকে বেশি। তবে এবার শীত শুরুতে বেশ কিছু উত্তরের জেলাকে শীতে চ্যালেঞ্জ দিচ্ছে দক্ষিণ। কুয়াশার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলায়। অ আগামী দু দিনে রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরো একটু কমতে পারে। এরপর ২/৩ দিন একই রকম আবহাওয়া থাকবে। আজ থেকে আগামী দু'দিনে দিনের অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। ফলে আজ জমিয়ে শীতের আমেজ কলকাতায়। আজ এই মরসুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। ভোরের তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। রবিবার পর্যন্ত তাপমাত্রায় খুব বেশি উত্থান পতনের সম্ভাবনা কম। আজ দিনভর উত্তরে হিমেল হাওয়া অবাধে বইবে শহরে।
Post a Comment