সিকিমে প্রবল তুষারপাতের জের, আটকে ১২০০-এরও বেশি পর্যটক
ODD বাংলা ডেস্ক: সিকিমে ঘুরতে গিয়ে প্রবল তুষারপাতে আটকে গেলেন ১২১৭ জন পর্যটক। বুধবার রাতে ভারতীয় সেনা তাঁদের উদ্ধার করেছে। বৃহস্পতিবার বেলা বাড়লে পর্যটকদের উদ্ধার করে ধীরে ধীরে গ্যাংটকে নামানো হয়েছে। গত কয়েকদিন ধরেই সিকিমে তুষারপাত শুরু হয়েছে। তবে বুধবার দুপুরের পর থেকে পূর্ব সিকিমের বেশকিছু জায়গায় পর্যটকেরা আটকে পড়েন। বরফে আটকে পড়ে পর্যটকদের গাড়িগুলি। রাস্তায় কয়েক ইঞ্চি মোটা বরফে স্তর পড়ে যায়। সেই কারণে পর্যটকরা আটকে পড়েন। মহিলা, পুরুষ, বৃদ্ধ, শিশু মিলিয়ে রাতে ১২১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের রাতে সেনা ক্যাম্পগুলিতে রাখা হয়। গরম পোশাক, চিকিৎসা সহায়তা এবং গরম খাবার দেওয়া হয় পর্যটকদের। অন্যদিকে লাচুংয়েও তুষারপাতের জেরে ২৫-৩০ জন পর্যটক আটকে পড়েন। তাঁদেরও উদ্ধার করেছে সেনা। আগামী কয়েকদিন সিকিমে ব্যাপক তুষারপাতের সম্ভবনা রয়েছে। তুষারপাত বাড়লে সেক্ষেত্রে পর্যটকদের ছাঙ্গু, নাথুলা সহ উঁচু জায়গাগুলিতে যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে সিকিম প্রশাসন সূত্রে খবর।
Post a Comment