ফিরছে করোনা আতঙ্ক! আবারও কি তবে মাস্কের আড়ালে থাকার দিন চলে এল?
ODD বাংলা ডেস্ক: ফের চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। বিভিন্ন রাজ্যে ফের ছড়াচ্ছে ভাইরাস। এবার নজরে এসেছে কোভিডের আরেক উপরূপ বা সাব ভ্যারিয়েন্ট। তবে ফের যে হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ, তা যে শুধু নতুন সাব ভ্যারিয়েন্টের কারণেই ঘটছে, তা কিন্তু নয়। মন্ত্রকের ওয়েবসাইট বলছে, ইতিমধ্যেই সারা দেশে ২২০ কোটি করোনার ডোজ দেওয়া হয়েছে। এখনই ভয়ের বার্তা না শোনালেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দেশবাসীর জন্য নয়া নির্দেশিকা জারি করেছে। তাতে পরিস্থিতি খারাপ হওয়ার আগে আরও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে পাঠানো হয়েছে এই নির্দেশ। স্বাস্থ্য ভবনের দাবি, সেপ্টেম্বর পর্যন্ত এই রাজ্যে ওই নতুন ভ্যারিয়েন্ট মেলেনি। তবে গত ২৪ ঘণ্টায় করোনার নতুন ভ্যারিয়েন্ট JN.1-এ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে। তাই মাস্ক পরুন এবংং সতর্ক থাকুন।
Post a Comment