বারাণসীতে বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র স্বরভেদ মন্দিরের উদ্বোধনে নমো
ODD বাংলা ডেস্ক: খুলে গেল বিশ্বের বৃহত্তম ধ্যান মন্দিরের দরজা। উত্তর প্রদেশের বারাণসীতে স্বরভেদ মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসী সফরের দ্বিতীয় দিনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে এই সাত তলা বৃহৎ মন্দিরের উদ্বোধন করলেন নমো। সাত তলা বিশিষ্ট এই মন্দিরে খোদাই করা রয়েছে অপূর্ব কারুকার্য। ১২৫ পাপড়ির পদ্মের বিশেষ কারুকার্য করা গম্বুজ রয়েছে মন্দিরের চূড়ায়। এই মন্দিরে একসঙ্গে ২০০০০ জনের বসার ব্যবস্থা রয়েছে। ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন বিশ্বের সবচেয়ে বড় এই ধ্যান মন্দিরটির উদ্বোধন হল। মন্দিরটি ৩ লাখ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। মন্দিরটির দেওয়ালে খোদাই করা হয়েছে স্বরভেদ থেকে ৩১৭৩টি শ্লোক। মন্দিরটির দেওয়াল মারকানা মার্বেল দিয়ে তৈরি। ১৫ জন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে ও নির্দেশনায় ৬০০ নির্মাণ শ্রমিক তৈরি করেন এই মন্দিরের বিশাল কাঠামোর। মন্দিরের ছাদ ও দরজা তৈরি হয়েছে সেগুন কাঠ দিয়েছে। মন্দিরে ১০১টি ফোয়ারা রয়েছে। মন্দিরের দেওয়ালে ব্যবহার করা হয়েছে গোলাপী বেলেপাথর। মন্দির চত্বরে ঔষধি গাছের চমৎকার একটি বাগান রয়েছে।
Post a Comment