বড়দিন ও বর্ষবরণে ১৪৪ ধারা জারি করল এই রাজ্য
ODD বাংলা ডেস্ক: বড়দিন এবং বর্ষবরণে বড় জমায়েত নয় উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে। ১০ দিনের জন্য সেখানে জারি করা হল ১৪৪ ধারা। ২৪ ডিসেম্বর, রবিবার থেকে এই নিয়ম জারি করছে লখনউ পুলিশ। চলবে ২ জানুয়ারি পর্যন্ত। লখনউ পুলিশের তরফে জানানো হয়েছে, বড়দিন এবং বর্ষবরণে শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ। না মানলে কড়া পদক্ষেপ। ১৪৪ ধারা জারির কারণে শপিং মল, পানশালা, রেস্তরাঁ, হোটেল-সহ অন্য জায়গায় জমায়েতের উপরেও থাকছে বিধিনিষেধ। নির্দিষ্ট সংখ্যক মানুষজনই প্রবেশ করতে পারবেন। লখনউ পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি, ১০ দিন লখনউতে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ।
Post a Comment