অনলাইনে গেম খেলে গ্রাহকদের কোটি টাকা ওড়ালেন পোস্টমাস্টার
ODD বাংলা ডেস্ক: অনলাইনে গেম খেলে গ্রাহকদের কোটি টাকা উড়িয়ে দিলেন খোদ পোস্টমাস্টার। এই ঘটনায় উত্তর ২৪ পরগনার সোনারপুরে জগদ্দল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্ট অফিসের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন ওই পোস্ট মাস্টার। জেরায় তিনি স্বীকারও করেছেন এই তহবিল তছরুপের কথা। পোস্ট অফিসে কষ্টার্জিত টাকা রেখে নিশ্চিতে থাকেন গ্রাহকরা। কিন্তু পোস্টমাস্টারের এমন কীর্তি করা কথা ঘুম উড়ছে তাঁদের। যদিও পোস্ট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রাহকদের চিন্তার কিছু নেই। ইঞ্জিনিয়ারিং পাশ অমিত বড়ুয়া পরীক্ষা দিয়ে পোস্ট অফিসে চাকরি পান। সোনারপুরের জগদ্দল সাব পোস্ট অফিসের বদলি হয়ে আসনে তিনি। এর আগে হরিণাভি পোস্ট অফিসে তিনি কর্মরত ছিলেন। পুলিশের জেরা অমিত জানিয়েছেন, জুলাই মাস থেকে গ্রাহকের টাকা সরিয়ে অনলাইন গেম খেলার কাজ শুরু করেন। পোস্ট অফিসের তহবিলে টাকার গরমিল ধরার পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। থানায় অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের ভিত্তিতে অমিতকে গ্রেফতার করেছে পুলিশ।
Post a Comment