বড়দিনে শহর জুড়ে গ্রেফতার ৩২৫, ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে মামলা প্রায় ৫০০
ODD বাংলা ডেস্ক: রবিবার থেকে উৎসবের আমেজ কলকাতায়। বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিট-সহ অন্যান্য জায়গায় ঘুরে বেড়িয়েছেন অনেকে। কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে সারা শহর জুড়ে ৪৫৯টি মামলা দায়ের করা হয়েছে। এমনকি মদ্যপান করে দুর্ব্যবহার-সহ অন্যান্য অভিযোগে কলকাতা শহরের এলাকাভিত্তিক পুলিশ ডিভিশনগুলি থেকে মোট ৩২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিনা হেলমেটে বাইক চালিয়ে আইন ভাঙার অভিযোগ রয়েছেন মোট ১৩১ জনের বিরুদ্ধে। এ ছাড়া একসঙ্গে তিন জন মিলে বাইকে চেপে বেরিয়েছিলেন বলে ৮৪ জন আরোহীর বিরুদ্ধে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ দায়ের করা হয়েছে। মদ্যপান করে গাড়ি চালানো, বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং অন্যান্য কারণে কলকাতা শহর জুড়ে এখনও পর্যন্ত মোট ২৪৪ জনের বিরুদ্ধে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ দায়ের করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।
Post a Comment