বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ! ভয়াবহ জখম দুই শিশু
ODD বাংলা ডেস্ক: বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম দুই শিশু। বুধবার বিকেলে ডোমকলের জুড়ানপুর গ্রাম পঞ্চায়েতের কুশাবেড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। জখম দুই শিশুর নাম সায়ন মণ্ডল ও শাহরুখ শেখ। তাদের বয়স যথাক্রমে ৮ বছর ও ১১ বছর। তারা বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী। কী ভাবে ওই এলাকায় বোমা এল, খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে কুশাবেড়িয়ার একটি বেসরকারি নার্সারি স্কুলের পাশে খেলছিল ওই দুই শিশু। সেই সময় ঝোপের মধ্যে বলের মতো কিছু একটা দেখতে পায় তারা। এর পরে সেটিকে বল ভেবে হাতে তুলতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ধোঁয়ায় ভরে যায় চারিদিক। বিস্ফোরণের শব্দ শুনে গ্রামের বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন, ওই দুই শিশু রক্তাক্ত অবস্থায় ছটপট করছে মাটিতে! তৎক্ষনাৎ স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। এর পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
Post a Comment