আচমকাই হাওয়া বদল! বড়দিনে বৃষ্টির ভ্রুকুটি?

ODD বাংলা ডেস্ক: বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পর কারণে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেড়ে গিয়েছে। শনিবার দক্ষিণবঙ্গে জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। পশ্চিমের জেলাগুলিতেও মেঘলা আকাশ থাকবে তবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আবার ২৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থাকবে।কলকাতায় পার্শ্ববর্তী অঞ্চলে শনিবার মেঘলা আকাশ থাকলেও রবিবার থেকে আকাশ পরিস্কার হবে। কলকাতার রাতের তাপমাত্রা সর্বনিম্ন ১৭ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে কলকাতা থেকে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কম থাকবে। উত্তরবঙ্গে আজ মেঘলা আকাশ। আগামী এক সপ্তাহ শুষ্ক থাকবে আবহাওয়া। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি সম্ভাবনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.