WhatsApp-এ এবার আর লাগবে না ফোন নম্বর! ইউজারনেম দিয়েই খুঁজে পাওয়া যাবে আপনাকে
ODD বাংলা ডেস্ক: WhatsApp করতে আর ফোন নম্বরের দরকার নেই! ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে অনেক দিন ধরেই একটি ফিচার নিয়ে কাজ করছে বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। কী সেই ফিচার? আসলে বিষয়টি ফিচারের থেকে আরও বেশি দৃশ্যমানতার। তার কারণ ফোন নম্বরের পরিবর্তে হোয়াটসঅ্যাপে এবার ব্যবহারকারীদের ইউজারনেম দিয়েই সার্চ এবং তা দিয়ে শনাক্তও করা যাবে। এ বিষয়ে হোয়াটসঅ্যাপের ফিচার্স ট্র্যাকার WABetaInfo একটি স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছে, ব্যক্তিগত ফোন নম্বর না দিয়ে পরিচিত বা অপরিচিত লোকজনের সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার সবথেকে সুরক্ষিত এবং ঝক্কিহীন পদ্ধতি। WhatsApp Username ফিচারটি ব্যবহারকারীদের একটি ইউজারনেম কনফিগার করতে দেবে। বিষয়টি ঐচ্ছিক, অর্থাৎ একমাত্র যাঁরা চাইবেন তাঁরাই এর সাহায্যে ফোন নম্বর প্রকাশ্যে না এনে তার পরিবর্তে হোয়াটসঅ্যাপ ইউজারনেম দিয়ে রাখতে পারেন। ফিচারটি তাঁদের জন্য সবথেকে বেশি পরিমাণে জরুরি হতে চলেছে, যাঁরা গোপনীয়তা বজায় রাখতে ভালবাসেন এবং তাঁদের হোয়াটসঅ্যাপও প্রতিনিয়ত দরকারি কাজে ব্যবহার করতে হয়।
Post a Comment