বেনজির রায় ! বিজেপি নেতা খুনের মামলায় ১৫ জন পিএফআই সদস্যের ফাঁসির সাজা
ODD বাংলা ডেস্ক:বিজেপি নেতা রঞ্জিত শ্রীনিবাসন খুনে বেনজির রায় দিল কেরলের আলাপুঝার একটি আদালত। খুনের ঘটনায় ১৫ জনকে ফাঁসির সাজা শোনাল কোর্ট । মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা প্রত্যেকেই ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’ বা পিএফআইয়ের সদস্য। আগেই দোষী সাব্যস্ত হয়েছিল আসামিরা। ২০২১ সালের ডিসেম্বর মাসে খুন হয়েছিলেন বিজেপির নেতা শ্রীনিবাসন। ২০ জানুয়ারি, ১৫ জনকেই দোষী সাব্যস্ত করেছিল মাভেলিকারার অতিরিক্ত দায়রা আদালত। মঙ্গলবার আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, ধৃতদের মধ্যে ৮জন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। বাকিরা হত্যার কাজে সাহায্য করেছিল বলে শাস্তি ঘোষণা করতে গিয়ে জানানো হয়েছে। ২০২১ সালের ডিসেম্বর মাসে কেরালার আলাপুঝার ভেল্লাকিনারে নিজের বাড়িতে খুন হয়েছিলেন শ্রীনিবাসন। ঘটনার তদন্ত নেমে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই-এর ১৫ সদস্যকে গ্রেফতার করেছিল পুলিশ। আদালতের শাস্তি ঘোষণার পর মুষড়ে পড়েছে অভিযুক্তরা। শাস্তিকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন অভিযুক্তদের আইনজীবী।
Post a Comment