চাপে পড়ে রামমন্দিরের উদ্বোধনের দিন ছুটি প্রত্যাহার করল AIIMS


ODD বাংলা ডেস্ক: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, দিল্লি রাম মন্দির প্রাণ প্রতিষ্টা উপলক্ষে ২২ জানুয়ারী দুপুর আড়াইটা পর্যন্ত OPD পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দিল্লি AIIMS প্রশাসনিক আধিকারিক রাজেশ কুমার একটি সার্কুলার জারি করেছেন যে, ইনস্টিটিউটের বহির্বিভাগের রোগী বিভাগ ২২ জানুয়ারি নিয়মিত সময় অনুযায়ী কাজ করবে। এদিন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রোগীরা ওপিডিতে সেবা পাবেন। সমস্ত ক্লিনিক্যাল কেয়ার পরিষেবা পাওয়া যাবে।  তিনি সকল বিভাগের এইচওডি এবং কেন্দ্র প্রধানদের তাদের কর্মীদের এ বিষয়ে অবহিত করার নির্দেশ দিয়েছেন। এর আগে শনিবার, দিল্লি AIIMS ঘোষণা করেছিল যে ২২ জানুয়ারী অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান উদযাপনের জন্য হাসপাতাল দুপুর আড়াইটা পর্যন্ত বন্ধ থাকবে। কেন্দ্রীয় সরকার ২২ জানুয়ারি সমস্ত কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং অফিসগুলিতে অর্ধদিবস ছুটি (দুপুর আড়াইটা পর্যন্ত) ঘোষণা করেছে। বিজেপি শাসিত অনেক রাজ্যও কেন্দ্রীয় সরকারের মতো তাদের সরকারি প্রতিষ্ঠানে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.