আইনি জটে 'অ্যানিম্যাল'! ওটিটি মুক্তি স্থগিত রইল রণবীর-রশ্মিকার সিনেমার


ODD বাংলা ডেস্ক: বক্স অফিসে ঝড়, সেই সঙ্গে ছবির বিষয় নিয়ে বিতর্ক, নানা কারণে ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া 'অ্যানিম্যাল' থেকেছে চর্চায়। প্রেক্ষাগৃহের পর ওটিটি প্ল্যাটফর্মে আসার কথা সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবির। কিন্তু সেখানেও 'ধাক্কা' খেল এই ছবি। আইনি জটে পড়ল এই ছবি। ১ ডিসেম্বর, ২০২৩ সালে বড়পর্দায় মুক্তি পাওয়া এই ছবির ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা ছিল ২৬ জানুয়ারি, ২০২৪ সালে। কিন্তু সেখানে বাধ সাধল আইনি জটিলতা। ফলে আপাতত সেই পরিকল্পনা স্থগিত বলেই জানা যাচ্ছে।  সিনে ১ স্টুডিওস, 'অ্যানিম্যাল' ছবির সহ-প্রযোজক, ওটিটি প্ল্যাটফর্ম, ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং স্যাটেলাইট সম্প্রচারে ছবির মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে৷ চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে এই প্রযোজনা সংস্থা। তাদের বক্তব্য এক পয়সাও দেওয়া হয়নি। অথচ অপর এক সহ-প্রযোজনা সংস্থা 'সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড'-এর দাবি অভিযোগকারীদের ২.৬ কোটি টাকা দিয়েছে যা আদালতে প্রকাশ করা হয়নি, খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। দিল্লি হাইকোর্টে পাওনা টাকা না দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে টি-সিরিজের বিরুদ্ধে, এবং ছবির ওটিটি মুক্তি স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.