হায়দরাবাদে চিনা মাঞ্জায় গলা কেটে মৃত্যু সেনা জওয়ানের, তদন্তে পুলিশ
ODD বাংলা ডেস্ক: সংক্রান্তির দিন হায়দরাবাদে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। চিনা মাঞ্জায় গলা জড়িয়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের। মৃত সেনা জওয়ানের নাম নায়েক কে কোটেশ্বরা রেড্ডি (২৯)। হায়দরাবাদের ল্যাঙ্গার হাউজ ফ্লাইওভারের উপর দিয়ে বাইকে করে যাওয়ার সময় চিনা মাঞ্জায় গলা জড়িয়ে পড়েন ওই সেনা জওয়ান। ঘটনায় তিনি বাইক থেকে পড়ে যান। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, গোলকুণ্ডার সেনা হাসপাতালের মোটর ট্রান্সপোর্ট বিভাগের চালক ছিলেন রেড্ডি। বাইকে করে তিনি যাচ্ছিলেন। একটি ঘুড়ির মাঞ্জা কেটে ল্যাম্পপোস্টের সঙ্গে জড়িয়ে ছিল। বাইকে যাওয়ার সময় তিনি তা দেখতে পাননি। তখন ওই মাঞ্জা সেনা জওয়ানের গলায় জড়িয়ে পড়ে। তাতে গলা কেটে যায় সেনা জওয়ানের এবং তিনি বাইক থেকে ছিটকে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তিনি মারা যান। তাঁর স্ত্রী এবং ২ বছরের মেয়ে রয়েছে। ময়নাতদন্তের পরে রেড্ডির মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিশাখাপত্তনম জেলায় শেষকৃত্য সম্পন্ন করা হয়।
Post a Comment