সাধারণ মানুষ কীভাবে দেখবেন রাম মন্দিরের উদ্বোধনের সরাসরি সম্প্রচার?

ODD বাংলা ডেস্ক: গোটা দেশ তাকিয়ে ২২ জানুয়ারির দিকে। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের অপেক্ষায় সকলে। রাম জন্মভূমি মন্দির ট্রাস্টের মতে, বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিতের মন্দিরের অভিষেক অনুষ্ঠান পরিচালনা করা হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। এবং এদিনের অনুষ্ঠানে রাজনীতিবিদ, থেকে সাধুসন্ত, সেলিব্রিটি-সহ আরও হাজার হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশেক এত বড় কর্মাকাণ্ড সারা দেশবাসী একঝলক দেখার জন্য মুখিয়ে, আর এটাই তো খব স্বাভাবিক। তবে কোথায় কবে কখন দেখা যাবে এই অনুষ্ঠান জানেন কি?রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের লাইভ স্ক্রিনিং ২২ জানুয়ারি সকাল এগারোটা থেকে দুপুর একটার মধ্যে করা হবে। দূরদর্শন ডিডি নিউজ এবং ডিডি ন্যাশনালের চ্যানেলগুলি অনুষ্ঠানটি সম্প্রচার করবে এবং তাদের নিজ নিজ চ্যানেলে সম্প্রচার করার জন্য অন্যান্য সংবাদ সংস্থাকে একটি ইউটিউব লিঙ্কও শেয়ার করবে।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দূরদর্শন মন্দির চত্বরে প্রায় ৪০টি ক্যামেরা লাগিয়েছে। মন্দির ছাড়াও, দুরদর্শন সরযূ ঘাটের কাছে রাম কি পাইদি এবং কুবের টিলায় জটায়ুর মূর্তি-সহ অন্যান্য স্থানে ক্যামেরা লাগাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.