সাবধান! বাজারে এবার ভিআইপি চোর, চুরির টাকায় বিমানে করে গ্রামের বাড়ি!


ODD বাংলা ডেস্ক: ‘ভিআইপি’ চোর! একজন নয়, চল্লিশ জনের দল। তারা আবার থাকেন ঢাকার ফ্ল্যাটে। ঘুরেঘুরে চুরি করে যা আয় হয় তার পরিমাণও কম নয়। চোরাই মাল বিক্রি করে যে আয় হয় তা দিয়েই বিমানে চেপে গ্রামের বাড়িতে যায় তারা। এই ভিআইপি চোরদের নেতা কক্সবাজারের চকরিয়ার মধ্যম কোনাখালীর নোমান। চোরাই মোবাইল ফোন বেচাকেনার জেরে এক কলেজছাত্র খুনের রহস্য ভেদ করতে গিয়ে পুলিশ খুঁজে পেয়েছে এই ‘ভিআইপি’ চোরের দলকে। গ্রেফতার করা হয়েছে নোমানসহ তিনজনকে। তারপরেই ওই চক্রের কথা জানতে পেরেছে বাংলাদেশের পুলিশ। কক্সবাজার সিটি কলেজের পড়ুয়া আসবাহুল ইসলাম জিহাদ তার মায়ের কাছে একটি দামী মোবাইল ফোনের বায়না করে। তারপরে নোমানের কাছে ৩০ হাজার টাকায় একটি ফোন কেনেন জিহাদ। তার কয়েকদিন পরেই পুলিশ জিহাদকে জানায়, সেটি চোরাই ফোন। এরপর তিনি ফোনটি পুলিশকে দিয়ে দেন। সেই সঙ্গে নোমানের কাছ টাকা ফেরত চান জিহাদ। ১০ হাজার দেওয়ার পরে গত ১ ডিসেম্বর বাকি টাকা দেওয়ার কথা বলে জিহাদকে ডাকে নোমান এবং তার সঙ্গীরা। ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে জিহাদকে মারা হয়। পরে জিহাদকে পেকুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এই খুনের তদন্ত করতে গিয়েই ওই চোরচক্রের খোঁজ পায় পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.