আশেপাশের জেলা থেকেও শোনা যাবে রাম মন্দিরের ঘণ্টার আওয়াজ!
ODD বাংলা ডেস্ক: ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে সাজো সাজো রব উঠে গেছে গোটা দেশজুড়েই। মন্দিরে জ্বালানোর জন্য কেউ ১০৮ ফুটের ধূপকাঠি তৈরি করছে তো কোথায় প্রস্তুত বিশালাকার ঘণ্টা।বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, অযোধ্যার রাম মন্দিরে লাগানো হবে মোট ১০৮টি ঘন্টা। এই ঘণ্টাগুলি আসবে তামিলনাড়ু থেকে। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রায় মাস খানেক আগে এই অর্ডার দেওয়া হয় তাদের। সূত্রের খবর, ৫ টি ৭০ কেজি ওজনের ঘণ্টা, ৬০ কেজির ৬ টি ঘণ্টা, এবং একটি ২৫ কেজি ওজনের ঘন্টা তৈরি করা হচ্ছে রাম মন্দিরের জন্য। মোট ১২ টি বড় এবং ৩৬ টি ছোট ঘণ্টা রাম মন্দিরের জন্য তৈরি করছে তামিলনাড়ুর এই সংস্থা। জানা যাচ্ছে ঘন্টাগুলির মোট ওজন ১২০০ কেজি। অযোধ্যার রাম মন্দিরের জন্য তৈরি করা হবে মোট ১০৮টি ঘন্টা। ইতিমধ্যে রাম মন্দিরে তামিলনাড়ু থেকে এসে পৌঁছে গেছে আটচল্লিশটি ঘন্টা।
Post a Comment