উৎসবে মঞ্চেই নৃত্যশিল্পীর রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধন্দে পুলিশ

ODD বাংলা ডেস্ক: ভাটপাড়া উৎসবে নাচের অনুষ্ঠান যোগ দিতে পেরে খুশি ছিল সজল বারুই। নিজের ড্যান্স গ্রুপের সঙ্গে বিভিন্ন জেলায় নৃত্যশিল্পের আরাধনায় মেতে থাকতো সজল। বড় হয়ে নামী নৃত্য শিল্পী হওয়ার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু, ভাটপাড়া উৎসবের সেই অনুষ্ঠানটাই যে তাঁর জীবনের শেষ প্রদর্শনী মঞ্চ হবে, ভাবতে পারেননি পরিবারের লোকজন। কিন্তু, সজলের মৃত্যু হল কী ভাবে? সেটা রহস্য থেকে গেল পরিবারের কাছে। তদন্ত চালাচ্ছে বলে জানাল পুলিশ। মৃতের পরিবারের দাবি, গত বৃহস্পতিবার নাচ চলাকালীন স্টেজের পাশেই দাঁড়িয়েছিলেন সজল বারুই। নাচের অনুষ্ঠানের মাঝেই হঠাৎ ইলেকট্রিক শক খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন সজল। এমনকি বিদ্যুৎপৃষ্ট সজলকে ধরতে গিয়ে তড়িতাহত হন তাঁর শিক্ষকও। এরপরেই সজলকে দ্রুত ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া গেলেও আর বাঁচানো যায়নি সজল বারুইকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.