পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী!
ODD বাংলা ডেস্ক: বড় খবর। শিবির বদল করতে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন নীতীশ কুমার। ১৮ মাস আগে বিজেপির সঙ্গ ত্যাগ করে, অনেক বিদ্রোহ করে ফের পদ্ম শিবিরেই আশ্রয় নেওয়ার খবরে সিলমোহর দিলেন নীতীশ। রাজ্যপালকে নীতীশ কুমার জানালেন, তিনি মহাগঠবন্ধন ছেড়ে বেরিয়ে এসেছেন, তাই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন। রাজভবনে গিয়ে বিহারের মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করে রাজনৈতিক ডিগবাজির আরও একটা বৃত্ত সম্পূর্ণ করলেন নীতীশ। এরপর রাতে বিজেপির সমর্থনের আনুষ্ঠানিক চিঠি পেয়ে খুব সম্ভবত আগামিকাল,সোমবাপ রাজভবনে এসে সোমবার এনডিএ-র মুখ্যমন্ত্রী হিসেবে দাবি পেশ করবেন জেডি (ইউ) প্রধান। গত বছর অগাস্টে বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডি, কংগ্রেসের হাত ধরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতীশ। এরপর গোটা দেশের বিজেপি বিরোধী দলগুলিকে এক জায়গায় করে ইন্ডিয়া জোট গঠনের মূল কাজটাও তিনি করেন। কিন্তু লোকসভা ভোটের আগেই নীতীশ নিজেই এনডিএ-তে ফিরে গেলেন।
Post a Comment