মরা ইঁদুর-আরশোলা! বারবিকিউ নেশনের খাবার খেয়ে হাসপাতালে যুবক
ODD বাংলা ডেস্ক: অনলাইনে অর্ডার করা খাবারে অনেক সময়ই পোকামাকড় থাকার অভিযোগ শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় সেই সব খাবারের ছবি পোস্ট করে সরব হয়েছেন বহু গ্রাহক। এবার জনপ্রিয় বারবিকিউ নেশনের একটি আউটলেট থেকে অনলাইন আনানো খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি। তাঁর খাবারে মিলেছে মরা ইঁদুর ও আরশোলা। ঘটনাটি ঘটেছে মুম্বইতে। সেখানকার ওরলি এলাকার বারবিকিউ নেশন রেস্তরাঁ থেকে অনলাইনে খাবার অর্ডার করেছিলেন রাজীব শুক্লা নামে এক ব্যক্তি। নিরামিষ খাবার অর্ডার করেছিলেন তিনি। হোম ডেলিভারির পর প্যাকেট খুলে কিছুটা খাবার খেয়েও ফেলেন তিনি। তারপরই চক্ষু চড়কগাছ হয় রাজীবের। খাবার মধ্যে দেখতে পান মরা আরশোলা এবং ইঁদুর। গা গুলিয়ে বমি চলে আসে তার। রাজীব বলেন, ''প্রয়াগরাজ থেকে মুম্বই এসেছিলেন। এখানকার বিভিন্ন ধরণের খাবার চেখে দেখার ইচ্ছে ছিল। আমি ব্রাহ্মণ। সম্পূর্ণ নিরামিষভোজী। বারবিকিউ নেশন থেকে খাবার অর্ডার করে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। খাবারে মরা ইঁদুর আর আরশোলা ছিল। যতক্ষণে তা টের পাই, আমি বেশ কিছুটা খাবার খাওয়া হয়ে গিয়েছিল।''
Post a Comment