রবিবার ফের বৃষ্টির পূর্বভাস, ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের ৭ জেলা


ODD বাংলা ডেস্ক: কুয়াশা-মেঘের হাত থেকে নিস্তার নেই। রবিবার ফের দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস বলছে জাঁকিয়ে শীতে কাঁটা সাগরের বিপরীত ঘূর্ণাবর্ত। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকেই চলেছে। সে কারণেই এই অবস্থা। কিছুটা বেড়ে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর বলছে আপাতত সর্বনিম্ন তাপমাত্রা আর খুব একটা কমবে না। এরই আশপাশে ঘোরাফেরা করবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন সকাল থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী সমস্ত জেলাতেই চলছে কুয়াশার দাপট তবে বেলা বাড়লে ধীরে ধীরে কাটবে কুয়াশার জট। একই অবস্থা উত্তরবঙ্গের জেলাগুলিতেও। পারা নেমেছে পশ্চিমের জেলাগুলিতে। হাড় কাঁপানো ঠান্ডা পুরুলিয়া, বাঁকুড়ায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.