পদ্ম পুরস্কার ২০২৪: পদ্মসম্মানে বাঙালির জয়জয়কার, দেখুন তালিকা


ODD বাংলা ডেস্ক: প্রত্যেক বছরের মত এই বছরেও প্রজাতন্ত্র দিবসের আগে প্রকাশিত হল পদ্ম অ্যাওয়ার্ড প্রাপকদের নামের তালিকা। গতকাল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ২০২৪ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকাতে রয়েছেন একাধিক বাঙালি শিল্পী ও তারকা। কেউ পেলেন পদ্মশ্রী, কেউ পদ্মভূষণ, কেউ বা পেলেন পদ্মবিভূষণ। পুরুলিয়ার বাসিন্দা দুখু মাঝি পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। তিনি সাধারণের কাছে গাছ দাদু নামেই পরিচিত। পুরুলিয়ার সিন্দ্রী গ্রামের বাসিন্দা ৭৮ বছর বয়সী এই বৃদ্ধ গাছ লাগানোকেই তার জীবনের মূল মন্ত্র বানিয়ে নিয়েছেন। পুরুলিয়ার রুক্ষ মাটিতে তিনি ৫ হাজারেরও বেশি গাছ লাগিয়েছেন। প্রখ্যাত মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার সাবেকি দুর্গা প্রতিমা গড়ার জন্য বেশ সুনাম রয়েছে তার। এছাড়াও পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন নারায়ণ চক্রবর্তী, গীতা রায় বর্মন, তাগদীরা বেগম। ‘বড়লোকের বিটি লো’ গানের স্রষ্টা রতন কাহার পাচ্ছেন।পদ্মশ্রী পুরস্কার। মিঠুন চক্রবর্তীকে দেওয়া হবে পদ্মভূষণ পুরস্কার। দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে হিন্দি-বাংলা মিশিয়ে অসংখ্য সুপারহিট সিনেমাতে কাজ করেছেন তিনি। এছাড়াও রাজনীতিবিদ সত্যব্রত মুখোপাধ্যায় মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পাবেন। পদ্মভূষণ প্রাপকদের তালিকাতে নাম রয়েছে সংগীত শিল্পী উষা উত্থুপেরও। পাশাপাশি এই বছর মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন ছৌ নাচের জন্য মুখোশ তৈরির কারিগর শ্রী নেপাল চন্দ্র সূত্রধর। কর্মসূত্রে জাতীয় এবং আন্তর্জাতিক মহলে খ্যাতি পেয়েছেন তিনি। ২০২৩ সালে তার প্রয়াণ ঘটে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.