বাংলা থেকে অযোধ্যা স্পেশাল ট্রেন, কীভাবে বুকিং, ভাড়া কত, জানুন সবটা


ODD বাংলা ডেস্ক: এখন সকলের নজরে কেবল অযোধ্যার রামমন্দির। অন্তত একবার হলেও অযোধ্যা যাওয়ার স্বপ্ন অনেকের মনে। সবার জন্য এবার খুশির খবর দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। মাত্র ১৬০০ টাকায় রাম মন্দির দর্শনের ব্যবস্থা করছে রেল। ২৯ জানুয়ারি হাওড়া স্টেশন থেকে শুরু হবে ‘আস্থা স্পেশ্যাল’ ট্রেন পরিষেবা।শনিবার সকালে দিলীপবাবু বলেন, ‘সার দেশের লোক অযোধ্যায় দর্শন করতে যেতে চান। এত লোক একসঙ্গে গেলে ছোট্ট শহর অযোধ্যায় অব্যবস্থা তৈরি হবে। তাই ওখানকার আয়োজকরা বিভিন্ন রাজ্যকে আলাদা আলাদা সময় দিয়েছেন। ২২ তারিখের পর সাধারণ মানুষ যাতে দর্শন করতে পারেন। কেন্দ্রীয় সরকারও সহযোগিতা করছে। বিভিন্ন রাজ্য থেকে অযোধ্যার উদ্দেশে শত শত আস্থা স্পেশ্যাল ট্রেন চলবে। তার মধ্যে ২৯ জানুয়ারি হাওড়া স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে। ৫টা ট্রেন আপাতত যাবে ৫ দিন। যারা যেতে চান তারা ১৬০০ টাকার টিকিট কাটবেন। আগে জমা দেবেন। তার পর রেল পাস দেবে। ট্রেনে ওঠার পরে বাড়ি ফেরা পর্যন্ত সব দায়িত্ব নেবেন ওনারা। ওখানে বাংলাভাষী ভলান্টিয়ার থাকবে। খাওয়া, থাকা, যাতায়াত সব ব্যবস্থা হবে। সারা ভারতবর্ষকে চারটে জ়োনে ভাগ করে আলাদা আলাদা রংয়ের পরিচয়পত্র দেওয়া হবে।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.