রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ায় ইমামকে প্রাণনাশের হুমকি, জারি ফতোয়া
ODD বাংলা ডেস্ক: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান উমর আহমেদ ইলয়াসির বিরুদ্ধে কড়া ফতোয়া জারি। রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। আর সেটাই কাল হয়ে দাঁড়াল। ইমামের অভিযোগ, গত রবিবার থেকে তাঁর উপর এই ফতোয়া জারি করা হয়েছে। ২২ জানুয়ারি অযোধ্যায় তাঁকে দেখা গিয়েছিল। তারপর থেকে নাগাড়ে হুমকি ফোন পেয়ে যাচ্ছেন তিনি।ফতোয়া প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন এই ইমাম। তাঁর কথায়, 'যারা আমায় ভালোবাসে, দেশকে ভালোবাসে, তাঁরা আমায় অবশ্যই সমর্থন করবেন। যারা রাম মন্দিরের ইভেন্টে অংশ নেওয়ার জন্য আমায় ঘৃণা করছেন, তাঁরা দয়া করে পাকিস্তানে চলে যান।'ইমাম উমর আহমেদ ইলয়াসি আরও জানিয়েছেন, ঘৃণার পরিবেশ তৈরি করতে ষড়যন্ত্র করে তাঁর বিরুদ্ধে এই ফতোয়া জারি করেছে একটি দল। ফতোয়াতে এই ইমামকে 'কাফির' বলে তকমা দেওয়া হয়েছে। প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে উমর আহমেদ ইলয়াসিকে। জানা গিয়েছে, মুফতি সাবির হুসেইনির নেতৃত্বাধীন মুফতি ক্লাসেস নামে একটি দল এই ফতোয়া জারি করেছে।
Post a Comment