হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন!
ODD বাংলা ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন। সোমবার বেলা সাড়ে তিনটে নাগাদ হার্ট ফেলিওর নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় কবীর সুমনকে। শ্বাসকষ্ট নিয়ে সাড়ে তিনটে নাগাদ হাসপাতালে আসেন তিনি। আপাতত মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, চেস্ট মেডিসিন, কার্ডিওলজির আন্ডারে সিসিইউতে ভর্তি করা হয়েছে তাঁকে। সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। অক্সিজেন দেওয়া হয়েছে। নানা ধরনের স্বাস্থ্যপরীক্ষা চলছে। জানা যায় যে সোমবার হৃৎপিণ্ডে সমস্যার কারণে বাড়িতে অসুস্থ বোধ করেন শিল্পী। দেরি না করে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে নানা মেডিক্যাল টেস্ট, সেই সব টেস্টের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন ডাক্তাররা। জানা যায়, এদিন দুপুরের আহারের কিছু পড়েই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। বুকে সংক্রমণের সঙ্গে হৃদযন্ত্রেও সমস্যা রয়েছে শিল্পীর। সেই কারণেই তীব্র শ্বাসকষ্টে ভুগছেন তিনি।
Post a Comment